HighlightNewsদেশ

ফুরফুরা শরীফের প্রধান আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোটবদ্ধ হওয়া উচিত বাম-কংগ্রেসের; চিঠি লিখে সোনিয়া গান্ধীকে জানালেন আব্দুল মান্নান

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কোথাও দলবদল তো কোথাও লাগাতার বিরোধী দল নেতার বিরুদ্ধে হামলা। এই পরিস্থিতিতে ফুরফুরা শরীফের প্রধান আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট বদ্ধ হবার কথা জানালেন পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা আব্দুল মান্নান। এ বিষয়ে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে বাংলায় আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে কংগ্রেস ও বামেদের জোট বদ্ধ হওয়ার কথা জানালেন আব্দুল মান্নান। সোনিয়া গান্ধীকে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস মনে করছে, বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জোট হলে এই নির্বাচনে কিছু অন্যরকম ফলাফল দেখতে পাওয়া যেতে পারে।

প্রসঙ্গত, ফুরফুরা শরীফের প্রধান আব্বাস সিদ্দিকীর জনসভা এবং রোড শোতে বিপুল পরিমাণ সমর্থকের ভিড় দেখতে পাওয়া যায়। আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুসলিমদের পাশাপাশি পিছিয়ে পড়া শ্রেণী, তপশিলি জাতি ও উপজাতির জন্য কাজ করার কথা ঘোষণা করেছে।

অপরদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনে কংগ্রেসের হাত দুর্বল হয়ে পড়ছে। সেই কারণেই আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সাথে হাত মিলাতে চায় কংগ্রেস। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এই আর্জি মেনে যদি সত্যিই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে জোট বদ্ধ হয় বাম-কংগ্রেস তাহলে, শাসক দল তৃণমূলের পক্ষে তা বিপদজনক হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button
error: