HighlightNewsদেশ

“গো রক্ষায়” এবার “গো ক্যাবিনেট” তৈরির সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ সরকার

টিডিএন বাংলা ডেস্ক: গরু এবং অন্যান্য গবাদিপশু রক্ষায় এবার “গো ক্যাবিনেট” তৈরি করার সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ সরকার। এই ক্যাবিনেটের প্রথম বৈঠক আগামী ২২ নভেম্বর গোপাষ্টমীর দিন আয়োজিত হবে।নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট একটি টুইট করে এ সম্বন্ধে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি লিখেছেন,”রাজ্যে গোধন সংরক্ষণ এবং সংবর্ধনার জন্য ‘গোক্যাবিনেট’ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুপালন, বন, পঞ্চায়েত এবং গ্রামীন বিকাশ, রাজস্ব, গৃহ এবং কিষান কল্যাণ বিভাগ এই গো ক্যাবিনেটের অন্তর্ভুক্ত হবে। প্রথম বৈঠক ২২ নভেম্বর গোপাষ্টমীর দিন দুপুর ১২ টায় গো অভয়ারণ্য, আগর মালওয়ায় আয়োজিত হবে।”

প্রসঙ্গত, ২০১৭ সালে আগার মালওয়ায় প্রায় ৩২ কোটি টাকা খরচ করে গ অভয়ারণ্য বানায় মধ্যপ্রদেশের বিজেপি সরকার। ভোপাল থেকে ১৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৪৭২ হেক্টর এলাকাজুড়ে গড়ে ওঠা এই গো অভয়ারণ্য পরবর্তী সময়ে আর্থিক সংকটের কারণে বেসরকারি হাতে তুলে দিতে হয়।

Related Articles

Back to top button
error: