HighlightNewsদেশ

আচমকা ভেঙে পড়ল ৪ মাস আগেই তৈরি হওয়া শ্মশান ঘাটের ছাদ; মৃতের সংখ্যা বেড়ে ১৮

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি সংলগ্ন গাজিয়াবাদে আজ সকাল থেকে টানা বৃষ্টিপাতের কারণে মুরাদনগর এলাকায় শ্মশানঘাটের ছাদ ভেঙে পড়ে। সিএমএস অনুরাগ ভারতের মন্তব্য অনুযায়ী এই দূর্ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। ৩০ জনেরও বেশি মানুষকে ধ্বংসস্তূপ থেকে টেনে বার করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতের পরিবারের সদস্যদের দু’লক্ষ টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এই ঘটনার পর মেরঠ জোনের আইজি প্রবীন কুমার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন।

প্রসঙ্গত, মাত্র ৪ মাস আগেই শ্মশানঘাটের ওই ছাদটি তৈরি করা হয়েছিল। এদিন সকাল থেকে বৃষ্টি হওয়ার দরুন বেশকিছু মানুষ ওই ছাদের তলায় আশ্রয় নেবার জন্য জমা হয়েছিলেন। হঠাৎই ওই ছাদটি ভেঙে পড়ায় ওই ছাদের নিচে দাঁড়িয়ে থাকা সবাই চাপা পড়ে যান। এই ঘটনার পর এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং অন্যান্য জরুরী পরিষেবার টিম। পুলিশ ও এনডিআরএফ মিলিতভাবে উদ্ধার কার্য শুরু করে।

Related Articles

Back to top button
error: