HighlightNewsরাজ্য

বেতন বাড়বে প্যারা টিচারদের; রাজ্যে তপশিলি জাতি, উপজাতি ও আদিবাসীদের জন্য তৈরি হবে ১০০ টি নতুন স্কুল; ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার রাজ্য বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় নিজেই বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী। এদিনের বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন প্রতিবছর ৩ শতাংশ হারে বৃদ্ধি হবে প্যারা টিচারদের বেতন। শুধু তাই নয়, অবসর গ্রহণের পর এককালীন তিন লক্ষ টাকাও দেয়া হবে তাঁদের।

এর পাশাপাশি রাজ্যে তপশিলি জাতি, উপজাতি ও আদিবাসীদের জন্য ১০০টি স্কুল তৈরি করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত স্কুলগুলি ইংরেজি মাধ্যমের হবে। এর জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন মুখ্যমন্ত্রী। সাঁওতালি ভাষার ১৫০০ স্কুল তৈরির প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দিন ঘোষণা করেন রাজ্যের স্কুলগুলিতে ১৫০০জন প্যারাটিচার নিয়োগ করা হবে। এছাড়াও নেপালি, উর্দু, হিন্দি, কামতাপুরি ভাষার জন্যও তৈরি হবে ১০০টি স্কুল। নিয়োগ করা হবে ৩০০ জন প্যারাটিচার। পাশাপাশি রাজ্যের মাদ্রাসাগুলির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে। রাজবংশী ভাষার ২০০টি স্কুল তৈরির প্রস্তাব করা হয়েছে।

Related Articles

Back to top button
error: