HighlightNewsদেশ

ট্রাক্টর মার্চ চলাকালীন এক্সপ্রেসওয়েতেই চললো লঙ্গর; মাটির ওপর বসেই খাবার খেলেন কৃষকরা

টিডিএন বাংলা ডেস্ক: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার ৪৩ দিন ধরে আন্দোলন করছেন কৃষক সংগঠনের সদস্যরা। এর মধ্যে কেন্দ্রের সাথে অষ্টম দফার বৈঠকেও কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে আজ আন্দোলনকে আরো জোরদার করে তুলতে আজ ট্রাক্টর মার্চ করছেন কৃষকরা। এদিন দিল্লির ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে আন্দোলন চলাকালীন রাস্তার ওপরই লঙ্গর করেন কৃষকরা। মাটিতে বসেই দুপুরের খাবার খান তাঁরা। এদিন ট্রাক্টর মার্চ চলাকালীন নিজেদের খাবার এবং জলের ব্যবস্থা অন্য গাড়িতে সঙ্গে নিয়েই রওনা হয়েছিলেন কৃষক সংগঠনের সদস্যরা। এদিন কৃষকদের এই ট্রাক্টর মার্চ মার্চের ওপর কড়া নজরদারি রেখেছে পুলিশ প্রশাসন। কৃষকদের ট্রাকটারের সঙ্গে এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে চলতে থাকেন পুলিশ বিভাগের পদস্থ আধিকারিকরাও।

Related Articles

Back to top button
error: