HighlightNewsদেশ

দেশের অর্থনীতিকে আবার ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসবে এই বাজেট; মন্তব্য কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের

টিডিএন বাংলা ডেস্ক: আজ সংসদে সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।এই বাজেট প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কেন্দ্র অর্থপ্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, এই বাজেট দেশের অর্থনীতিকে আবার ট্রাকে ফিরিয়ে নিয়ে আসবে।

কেন্দ্র অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর আরো বলেন, জিএসটি সংগ্রহ গত চার মাস ধরে একটানা এক লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে। যা দেখায় যে অর্থনীতির ভি আকৃতি পুনরুদ্ধার হচ্ছে। তিনি বলেছিলেন যে বিগত কয়েক দশকেকোন বাজেটের পর শেয়ারবাজারে এত বড় উচ্ছ্বাস দেখতে পাওয়া যায়নি যা এবারের বাজেট এর পরে দেখা গেছে।

তিনি বলেন, আজকের বাজেটে স্বাস্থ্য, অবকাঠামো, প্রতিরক্ষার জন্য যে বিধান করা হয়েছে তা বাজার ও জনগণকে ইতিবাচক বার্তা দিয়েছে। তিনি আরও বলেন, এই দুঃসময় পুরো বিশ্বে করোনার প্রভাব রয়েছে। লক্ষ্য লক্ষ্য মানুষ সারা বিশ্বজুড়ে মারা গিয়েছেন। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কোভিড ১৯-এর সঙ্গে লড়াই করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

করোনা ভ্যাকসিন প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেন, নিশ্চিতভাবে বিজেপি বিহারে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করা হবে। টিকা দেওয়ার জন্য বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

অনুরাগ ঠাকুর আরো বলেন, মোদি সরকার কৃষকদের সমৃদ্ধির জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বাজেটে ভারতের কৃষকদের ফসল যাতে অপচয় না হয় সেজন্য বিধান রাখা হয়েছে।

এমএসপির প্রশ্নে তিনি বলেন, ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ইউপিএর পাঁচ বছরে তিন লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা এমএসপিতে ব্যয় হয়েছিল। আমরা পাঁচ বছরে আট লাখ কোটি টাকা দিয়েছি। ইউপিএর চেয়ে আড়াই গুণ বেশি টাকা দিয়েছি।

Related Articles

Back to top button
error: