HighlightNewsদেশ

কৃষি আইনের প্রতিবাদে বিজেপি নেতার বাড়ির সামনে গোবর নিক্ষেপ

টিডিএন বাংলা ডেস্ক: পাঞ্জাবের হোশিয়ারপুরে এক বিজেপি নেতার বাড়ির সামনে গোবর ভর্তি একটি ট্রাক্টর খালি করা হয়। অভিযোগ কেন্দ্রের তিনটি কৃষি আইনের প্রতিবাদে একদল বিক্ষোভকারী এই ঘটনা ঘটিয়েছে।এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ জানিয়েছেন, প্রতিবাদের নামে মানুষকে হয়রানি করার অনুমতি দেওয়া যাবে না।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভকারী একটি দল হোশিয়ারপুরে প্রাক্তন প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা তিকশন সুদের বাড়ির সামনে গোবর নিক্ষেপ করার পরে বিক্ষোভ প্রদর্শন করে এবং কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দেয়। স্থানীয় পুলিশের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বিজেপি নেতার সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ রোধ করতে তাদের হস্তক্ষেপ করতে হয়েছিল।

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এই ঘটনার পরে বিজেপি নেতা তিকশন সুদ তার বাড়িতে গোবর নিক্ষেপের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেছেন,”কয়েক মাস ধরে উদাহরণস্বরূপ সংযম দেখিয়ে এবং পাঞ্জাবের পাশাপাশি জাতীয় রাজধানীর সীমান্তে কোনও সহিংসতা বা অনাচারে লিপ্ত না হওয়ার পরে, কিছু বিক্ষোভকারী কৃষকরা নেতাদের দ্বারা বিক্ষোভ শান্তিপূর্ণভাবে বজায় রাখতে বলা সত্ত্বেও সংযম হারাচ্ছেন।”

পাশাপাশি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন,”যে কোনো রাজনৈতিক কর্মীদের বাড়িতে জোর করে প্রবেশ করা বা তাদের বাড়িতে পিকেটিং করা হলে তা শান্তিপূর্ণ পরিবেশকে বিস্মৃত করতে পারে এবং বিভিন্ন বর্ণ, ধর্ম, সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করতে পারে। এটা পাঞ্জাবি সম্প্রীতি ও ঐক্যের বিরোধী।”

Related Articles

Back to top button
error: