HighlightNewsদেশ

গাজীপুর বর্ডার সত্বর খালি করার আদেশ দিল উত্তরপ্রদেশ সরকার; মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যায় পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রায় দু মাস ধরে লাগাতার গাজীপুর বর্ডারে বিক্ষোভ দেখিয়েছে হাজার হাজার কৃষকরা।প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাকটারের চলাকালীন হওয়া হিংসাত্মক ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে উত্তর প্রদেশ এবং দিল্লির গাজীপুর বর্ডার থেকে সত্তর কৃষকদের সরানোর আদেশ দিয়েছে যোগী সরকার। মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী। অপরদিকে গাজীপুর বর্ডারে আন্দোলন জারি রাখার বার্তা দিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকেত। তিনি বলেছেন, এ বিষয়ে গাজিয়াবাদ প্রশাসনের সঙ্গে নয় সরাসরি কেন্দ্রের সাথে কথা বলবেন তিনি।

এদিকে, আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকেটের সঙ্গে ফোনে কথা বলেন। তাদের এই টেলিফোনে কথোপকথন এর বিষয় জানিয়ে একটি টুইট করে সঞ্জয় সিংহ লিখেছেন,”…. রাকেশ টিকেট জির সাথে ফোনে কথা হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল এবং আপ সম্পূর্ণভাবে কৃষকদের পাশে আছে। টিকেতজি বলেছেন, কৃষকদের সাথে সরকার প্ররোচনা করেছে। কৃষকদের ওপর হামলার ষড়যন্ত্র করা হয়েছে। প্রশাসন জল বন্ধ করে দিয়েছে, শৌচালয় সরিয়ে নেওয়া হয়েছে।”

এদিন রাতেই সিসৌলি কিষাণ ভবনে পঞ্চায়েত বৈঠকের ডাক দেন ভারতীয় কিষান ইউনিয়নের প্রধান নরেশ টিকেত। এদিনের পঞ্চায়েত বৈঠকের পর ভারতীয় কিষান ইউনিয়নের প্রধান নরেশ টিকেত ঘোষণা করেছেন আগামীকাল সকাল ১১ টায় পঞ্চায়েত ডাকা হবে। তিনি আরো বলেন আগামীকাল পরিস্থিতি খারাপ হলেও, কৃষকদের তাতে কোনো ফারাক পড়ে না।

Related Articles

Back to top button
error: