HighlightNewsদেশ

“পশ্চিমবঙ্গেও নির্বাচন লড়ব”; জানিয়ে দিলেন এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়েসি

টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়েসির লক্ষ এবার আগামী বছর হতে চলা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। বিহার নির্বাচনে পাঁচটি আসন জেতার পর এবার পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশেও নিজেদের শিকড় ছড়াতে চাইছে এআইএমআইএম। হায়দ্রাবাদের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান আসাদুদ্দিন ওয়েসি। পাশাপাশি বিহারে সীমান্ত এলাকার মানুষের অধিকার নিয়ে লড়ার বার্তাও দেন তিনি।

ওই সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁর দলের বিরুদ্ধে ওঠা বিজেপি বিরোধী ভোট বিভক্ত করার মতো অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আসাদুদ্দিন ওয়েসি বলেন যে, তিনি এমন একটি রাজনৈতিক দল পরিচালনা করছেন যার নিজস্বতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে।

এ প্রসঙ্গে তিনি অন্যান্য কোন রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন কিনা তা জিজ্ঞাসা করা হলে, ওয়েসি জানান, তিনি পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশেও নির্বাচনে লড়বেন এমনকি দেশের প্রতিটি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। এ ব্যাপারে তার কারুর অনুমতির প্রয়োজন নেই। তবে এক্ষেত্রে এআইএমআইএম নিজেই স্বতন্ত্রভাবে নাকি, অন্য কোন দলের সাথে জোট বদ্ধ হয়ে প্রতিদ্বন্দিতায় নামবে সে ব্যাপারে কোনো স্পষ্ট জবাব দেননি আসাদউদ্দিন ওয়েসি।

তবে এ প্রসঙ্গে সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর এআইএমআইএম এর বিরুদ্ধে ভোট কাটার অভিযোগ প্রসঙ্গে পাল্টা আক্রমণ করে আসাদউদ্দিন ওয়েসি বলেন,”অধীর রঞ্জন চৌধুরীর বলা উচিত যে তার বিধানসভা এলাকায় মুসলমানদের পরিস্থিতি এত খারাপ কেন? তার বলা উচিত যে মুসলমানদের জন্য তিনি কি করেছেন?” এরপর পশ্চিমবঙ্গে নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীতা করার হুঁশিয়ারি দিয়ে আসাদুদ্দিন ওয়েসি আরো বলেন,”এআইএমআইএম পশ্চিমবঙ্গে নির্বাচন লড়বে… এআইএমআইএম বাংলায় আসছে।”

 

 

 

 

Related Articles

Back to top button
error: