HighlightNewsদেশ

“কেন মোদি সরকার কৃষি আইন বাতিল করতে অস্বীকার করছেন?”সোশ্যাল মিডিয়ায় অনলাইন পোলিং শুরু করলেন রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির তিনটি সীমান্তে লাগাতার ৩৫ দিন ধরে ৪১টি কৃষক সংগঠনের কয়েক হাজার সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন। আজ কেন্দ্রের সঙ্গে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সপ্তম দফার বৈঠক ছিল। এই পরিস্থিতিতে কৃষি আইন প্রসঙ্গে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে অনলাইন পোলিং শুরু করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

একটি টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক বিরোধী আইন প্রত্যাহার করতে কেন অস্বীকার করছেন, এর কারণ কি? নিজের এই প্রশ্নের উত্তর হিসেবে চারটি বিকল্প দিয়েছেন রাহুল গান্ধী। প্রথম বিকল্প হিসেবে রাহুল গান্ধী লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষক বিরোধী। দ্বিতীয় বিকল্পে রাহুল গান্ধী লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রোনি ক্যাপিটালিস্টদের দ্বারা পরিচালিত। তৃতীয় বিকল্পে তিনি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেদি এবং চতুর্থ বিকল্পে উপরোক্ত সবকটি বিকল্পকে বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন রাহুল গান্ধী।

Related Articles

Back to top button
error: