HighlightNewsদেশ

একজন জনপ্রিয় নেতা এবং একজন প্রবীণ প্রশাসক ছিলেন তরুন গগৈজী; টুইটারে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

টিডিএন বাংলা ডেস্ক: অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। গত কয়েকদিন ধরেই গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে করোনা পরবর্তী সমস্যা সংক্রান্ত চিকিৎসা চলছিল তাঁর। চলতি মাসের ২ তারিখ ৮৪ বছর বয়স্ক তিনবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এর আগে দু’মাস ধরে করোনার চিকিৎসা চলার পরে গত মাসের ২৫ তারিখ গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে ছাড়া পান তরুণ গগৈ। যদিও এর পরে ফের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ২ নভেম্বর।

শনিবার রাত থেকেই ভেন্টিলেশনে ছিলেন তরুণ গগৈ। তাঁর শরীরের একাধিক অরগ্যান ফেলিওরের কারণে ডায়ালিসিসও করা হয়। সোমবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তার শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ মেশিনের ভরসাতেই চলছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা।

তরুণ গগৈয়ের প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইট করে মোদী লেখেন,”শ্রী তরুন গগৈজি একজন জনপ্রিয় নেতা এবং একজন প্রবীণ প্রশাসক ছিলেন, যার শুধুমাত্র আসামেরই নয় কেন্দ্রের রাজনীতিরও বহু বছরের অভিজ্ঞতা ছিল। তাঁর এহেন প্রয়াণে শোকাহত।এই দুঃখের মুহুর্তে তাঁর পরিবার ও সমর্থকদের আমার সমবেদনা জানাই। ওম শান্তি।”

 

Related Articles

Back to top button
error: