HighlightNewsদেশ

হিজাব বন্ধ হচ্ছে লাক্ষাদ্বীপের স্কুলে! নতুন পোশাক বিধির বিরোধীতায় মুসলিমরা

টিডিএন বাংলা ডেস্ক: নির্দিষ্ট পোশাক বিধি কার্যকর করার লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত স্কুলে লাক্ষাদ্বীপ প্রশাসন সার্কুলার জারি করেছে। এই পদক্ষেপটি মুসলিম ছাত্রীদের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গত ১০ আগস্ট শিক্ষা পরিচালক রাকেশ দাহিয়া এক বিজ্ঞপ্তি জারি করে স্কুলগুলিকে কঠোরভাবে নির্দেশিকা পালনের নির্দেশ দিয়েছেন। সার্কুলারে মুসলিম ছাত্রীদের মাথায় স্কার্ফ অন্তর্ভুক্ত নয়।

 


গত বছরেও, কর্তৃপক্ষ আগের ইউনিফর্মের রঙের সমস্যা উল্লেখ করে লাক্ষাদ্বীপে শিক্ষার্থীদের জন্য একটি সাধারণ ইউনিফর্ম চালু করেছিল। তবে, এই নতুন ইউনিফর্মে মেয়েদের হেডস্কার্ফ অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও কিছু শিক্ষার্থী ধর্মীয় গুরুত্বের কারণে মাথায় স্কার্ফ পরতে থাকে। কিন্তু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে যায়, যখন এই বছরের শুরুর দিকে স্কুল পরিদর্শকরা লক্ষ্য করেন নির্দেশিকা অনুযায়ী শিক্ষার্থীরা পোশাক পরছে না। অভিভাবক এবং স্কুল পরিচালনা কমিটি যুক্তি দিয়ে জানায়, শিক্ষার্থীদের মাথার স্কার্ফ পরতে দেওয়া উচিত, কারণ এটি তাদের ধর্মীয় অনুশীলনের অবিচ্ছেদ্য অংশ।

 

৩১ আগস্ট সম্প্রতি নির্দেশিকায় জানানো হয়েছে, শিক্ষার্থীরা কি পোশাক পরে স্কুলে আসছে, সেটি স্কুল কর্তৃপক্ষকে ছবি তুলে রিপোর্ট দিতে হবে।

উল্লেখযোগ্য, লাক্ষাদ্বীপে জনসংখ্যার অধিকাংশই মুসলিম। মাথায় স্কার্ফ দেওয়া ধর্মীর রীতির মধ্যেই পড়ে। লাক্ষাদ্বীপ প্রশাসন জানিয়েছে, পোশাকবিধি এক করার কারণ সকলের মধ্যে একতা, ঐক্যের বোধ তৈরি করা। সূত্র -পুবের কলম পত্রিকা

Related Articles

Back to top button
error: