টিডিএন বাংলা ডেস্ক : কর্নাটক হাইকোর্ট বড় ধাক্কা খেলেন হিজাবের পক্ষে মামলাকারী পড়ুয়ারা। এদিন আদালত তার রায়ে বলেছে হিজাব পরা ইসলাম ধর্মে কোনো বাধ্যতামূলক বিষয় নয়। মঙ্গলবার কর্নাটক হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, ‘ইসলামে হিজাব কোনও অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়।’ আর এই যুক্তিতেই এদিন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা চাপানোর রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে আবেদন করা হয়েছিল, মঙ্গলবার তা খারিজ করে দিল আদালত। ফলে, কর্নাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার উপর যে নিষেধাজ্ঞা ছিল, তা বহাল থাকল। পাঁচটি পিটিশনের মাধ্যমে আদালতে হিজাব নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। এই রায় বেরনোকে কেন্দ্র করে এদিন কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী বেঙ্গালুরুকে। এক সপ্তাহের জন্য বড় সমাবেশ নিষিদ্ধ করেছ কর্নাটক সরকার। ম্যাঙ্গালোরেও ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত যাবতীয় জমায়েত, বিক্ষোভ, আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।। উদুপির সরকারি পি ইউ কলেজ নিয়ে হিজাব বিতর্ক শুরু। সেই উদুপি শহরেও আজ স্কুল-কলেজ বন্ধ।
এদিন এই মামলার রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি রিতু রাজ আওয়াস্থি বলেন, ‘মুসলিম নারীদের হিজাব পরিধান করা ইসলামী ধর্মে অপরিহার্য ধর্মীয় চর্চার মধ্যে পড়ে না। আর স্কুল ইউনিফর্ম সাংবিধানিকভাবে অনুমোদিত যা শিক্ষার্থীরা তা নিয়ে আপত্তি করতে পারে না। সেজন্যই ক্লাসে হিজাব পরে আসার উপর নিষেধাজ্ঞায় কোনও আপত্তি খাটবে না।’ যদিও এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন হিজাবের পক্ষে আবেদনকারীরা। এ প্রসঙ্গে অ্যাডভোকেট শাহুল বলেন, “সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। সম্পূর্ণ রায়ের কপি হাতে পেলে সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে চিন্তা করব।”
এই রায় প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রহল্লাদ জশী বলেন, “আমি কর্নাটক হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। দেশ তথা রাজ্যকে এগিয়ে যেতে হবে। সবার কাছে আবেদন আদালতের এই রায়কে মেনে নিন এবং শান্তি বজায় রাখুন। ছাত্রছাত্রীদের প্রাথমিক কাজ পড়াশোনা। তাই সমস্ত কিছু পেছনে ফেলে আপাতত তাঁদের পড়াশোনা করা উচিত।”
উল্লেখ্য যে, গত ১ জানুয়ারি কর্নাটকের উদুপিতে একটি প্রি-ইউনিভার্সিটিতে কয়েক জন হিজাব পরিহিত পড়ুয়াকে ক্লাসে বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি বিজেপি বিধায়ক রঘুপতি ভট্ট স্পষ্ট জানিয়ে দেন, হিজাব পরিহিতরা ক্লাসে ঢুকতে পারবেন না। সেই হিজাব বিতর্কে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে তুলকালাম হয়েছিল কর্নাটকে। গোটা দেশে ওঠে বিতর্কের ঝড়। আজ এই মামলায় রায়দান করল আদালত।