“..এখনও সুযোগ আছে, আমাদের ভবিষ্যৎ ধ্বংস হওয়ার থেকে বাঁচান..”কর্নাটকের মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন হিজাব পন্থী আলিয়া আসাদির

টিডিএন বাংলা ডেস্ক: কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কাতর আবেদন জানালেন রাজ্যের ১৭বছর বয়সী ক্যারাটে চ্যাম্পিয়ন হিজাব পন্থী আলিয়া আসাদি। নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে কর্নাটকের ওই মুসলিম ছাত্রীর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন,”এখনও সুযোগ আছে আমাদের ভবিষ্যৎ নষ্ট হওয়া থেকে বাঁচান।” মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা ওই কাতর আবেদনে আলিয়া আসাদি উল্লেখ করেছেন, হিজাবের ওপর নিষেধাজ্ঞার কারণে এই মাসের শেষের দিকে নির্ধারিত প্রাক বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থী অংশগ্রহণ করতে চান তারা প্রভাবিত হবেন।
রাজ্য-স্তরের ক্যারাটে চ্যাম্পিয়ন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে ট্যাগ করে টুইটারে লিখেছেন,”আমাদের ভবিষ্যৎকে ধ্বংস হওয়া থেকে আটকানোর জন্য আপনার কাছে এখনও সুযোগ রয়েছে। আপনি আমাদের হিজাব পরে পরীক্ষায় লিখতে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। দয়া করে এই বিষয়টি বিবেচনা করুন। আমরা এই দেশের ভবিষ্যৎ। #হিজাব ইজ আওয়ার রাইট”

প্রসঙ্গত, কর্নাটকে হিজাব নিষিদ্ধকরণের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়া আবেদনকারীদের মধ্যে আলিয়া আসাদি অন্যতম। হিজাব নিষেধাজ্ঞা বহাল রাখার কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আলিয়ারা এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ কর্ণাটক হাইকোর্ট ক্লাস রুমের ভেতরে হিজাব পরার অনুমতির আবেদন খারিজ করে রাজ্যের নিষেধাজ্ঞাই বহাল রাখে। আদালত জানায়, “হিজাব পরা ইসলামের একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়।”এই রায়ের পর কর্নাটকের উদুপি থেকে প্রায় ৪০ জনেরও বেশি মুসলিম ছাত্রী প্রথম প্রাক-বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।