টিডিএন বাংলা ডেস্ক : হিন্দুত্ব নিয়ে বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাহুল গান্ধি। এবার পাল্টা জবাবের পালা। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, রাহুলকে ইচ্ছাধারী হিন্দু কটাক্ষ করলেন। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত এনেছেন রাহুল। তাই তাঁর বিরুদ্ধে এফআইআর করতে পুলিশের দ্বারস্থ হয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক।
স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, রাহুল ইচ্ছাধারী হিন্দু, যখন ইচ্ছা হয় হিন্দুত্বের পোশাক গায়ে চাপিয়ে নেন। ধর্মীয় স্থানে শুধুমাত্র ঘুরতে যান। তীর্থ করতে নয়, সেখানে গিয়েই বিদ্বেষমূলক মন্তব্য করেন। তাই রাহুল এখনও শিশুই আছে বলে আমি মনে করে। কিন্তু ওঁর আরএসএস-এর বিরুদ্ধে বক্তব্য রাখাকে পছন্দ করি না। সঙ্ঘের ব্যাপারে রাহুলের কী জ্ঞান আছে? তাই রাহুলের বিরুদ্ধে মামলা করার পথেই হাঁটছি আমরা। বারবার হিন্দুদের অপমান করে রাহুল।
কিছুদিন আগেই রাহুল বলেছিলেন, হিন্দু ছেলেরা মন্দিরে যায় মেয়েদের ধর্ষণ করবে বলে। এটা কীভাবে বলতে পারেন রাহুল? সাহস থাকলে বলুন, মসজিদে গিয়ে কেউ ধর্ষণ করে? কিংবা চার্চে মহিলাদের ধর্ষণ করা হয়? শুধুমাত্র হিন্দুদের অপমান করা ও দেবী দুর্গাকে অপমান করা কাজ রাহুলের। মন্তব্য মন্ত্রীর।