টিডিএন বাংলা ডেস্ক: সমাজে এত ঘৃণা তৈরি হচ্ছে কোথা থেকে সেটাই যেন বিস্ময়ের! বর্তমান সময়ের যা ক্ষতি হওয়ার তা তো হচ্ছেই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এতে আরও যেন উদ্বেগ বাড়ছে।
শুক্রবার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, স্কুলে চেয়ার টেবিল নিয়ে বসে এক শিক্ষিকা বলছেন, ‘যত মহামেডান ছাত্র রয়েছে…।’ এ কথা বলে, হিন্দু ছাত্রছাত্রীদের তিনি উৎসাহ দিচ্ছেন ওই মুসলিম ছাত্রটিকে থাপ্পড় মারার জন্য। তার পর দেখা যাচ্ছে, এক জন ছাত্র উঠে এসে ওই শিশুটির গালে থাপ্পড় মারছে।
আবার এও দেখা যাচ্ছে যে আস্তে থাপ্পড় মারলে শিক্ষিকা রেগে যাচ্ছেন। বলছেন, এভাবে কি মারছ? জোরে মারো। এভাবে একের পর এক ছাত্র যখন ওই মুসলিম শিশুটিকে মারছে তখন সে হাউ হাউ করে কাঁদছে। ওই ভিডিওটি কবেকার তা জানা যায়নি। তবে ফুটেজটি ভাইরাল হতেই মুজফ্ফরনগর পুলিশ প্রতিক্রিয়া জানিয়েছে। মনসুরপুর থানার ইনচার্জকে তদন্ত করতে বলা হয়েছে। সে কথা মুজফ্ফরনগর পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে পোস্টও করা হয়েছে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মুজফ্ফরনগরের খুব্বাপুরের নেহা পাবলিক স্কুলে। ওই মুসলিম ছাত্রটির বাবার খোঁজও পাওয়া গিয়েছে। তিনি জানিয়েছেন, পুলিশের কাছে তিনি গিয়েছিলেন। ওই শিক্ষিকা ক্ষমা চেয়েছেন। একটা রফাসূত্র হয়েছে। তা হল তিনি আর তাঁর সন্তানকে ওই স্কুলে পাঠাবেন না। আর ওই শিক্ষিকার বিরুদ্ধে পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ করবেন না।
কিন্তু এ ঘটনায় দেশ জুড়ে ঢি ঢি পড়ে গিয়েছে। দুদিন আগে ভারতের চাঁদে পৌঁছনোর সাফল্য উদযাপন করেছে গোটা দেশ। অথচ এখনও অমাবস্যার রাত কত গাঢ় তা এই ভাইরাল ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে। তবে ওই ফুটেজ প্রচারে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। সূত্র – দ্য ওয়াল