টিডিএন বাংলা ডেস্ক: ‘হিন্দুধর্ম মিথ্যার ওপর দাঁড়িয়ে রয়েছে’ এমনই বিতর্কিত মন্তব্য করে জেলে গেলেন জনপ্রিয় এক দক্ষিণী অভিনেতা। গতকাল সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে হিন্দুধর্ম নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন কন্নড় অভিনেতা চেতন কুমার। তাঁর করা সেই মন্তব্য হিন্দু ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত করেছে এমনই অভিযোগ জানিয়ে তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর করেন বজরং দলের নেতা শিবকুমার। তাঁর বিরুদ্ধে সরব হয় সনাতন হিন্দু সংগঠনগুলি। সেই অভিযোগের উপর ভিত্তি করে বেঙ্গালুরু পুলিশ চেতন কুমারকে গ্রেফতার করে।
সোশাল মিডিয়ায় ভাইরাল সেই টুইটে ঠিক কি বলে ছিলেন অভিনেতা। সোমবার তিনি বেশ কিছু টুইট করেন। এর মধ্যে একটিতে তিনি সাভারকার একটি বক্তব্য প্রসঙ্গে লেখেন, “ভারত ‘জাতি’ হিসাবে স্বীকৃতি পেয়েছিল যখন রাম বারণকে পরাজিত করে অযোধ্যায় ফেরেন। এটাও মিথ্যা।” অযোধ্যায় রামের জন্মভূমি থাকা প্রসঙ্গে হিন্দুদের দাবি নিয়ে তিনি লেখেন, “১৯৯২ সালে বলা হল বাবরি মসজিদ রামের জন্মভূমি। এটাও মিথ্যা।” আরও একটি টুইটে তিনি লেখেন, “২০২৩ এ বলা হচ্ছে উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়া টিপু সুলতানকে মেরেছে। সেটাও মিথ্যা।”
উল্লেখ্য, এটাই প্রথম নয়, ইতিপূর্বেও তিনি বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। এমনকি এই ধরনের বিতর্কিত মন্তব্যের জন্য এর আগে তাকে গ্রেফতারের মুখেও পড়তে হয়েছে। কিন্তু তারপরেও তিনি ক্ষান্ত হননি। বারে বারে বিতর্কিত মন্তব্য করেই চলেছেন তিনি।