টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশে মুসলিমদের নিজেদের বাড়িতে তারাবীহ নামাজ পড়ার ক্ষেত্রে আপত্তি জানালো হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় বজরং দল। উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলায় একদল মুসলিম পুরুষের তারাবিহ নামাজ পড়ার প্রস্তাবে আপত্তি জানিয়েছে রাজ্য সভাপতি রোহন সাক্সেনা। জানা গিয়েছে, শনিবার রাতে রাষ্ট্রীয় বজরং দলের রাজ্য সভাপতি রোহন সাক্সেনার নেতৃত্বে একটি দল কাটঘর থানার লাজপত নগরে জাকির হুসেন নামে এক মুসলিম ব্যক্তির গোডাউনে ঢুকে পড়ে হট্টগোল সৃষ্টি করে যার পর, পরিস্থিতি শান্ত করতে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
পরে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সাক্সেনা বলেন, তারা শহরে নতুন পরম্পরা (ঐতিহ্য) তৈরি করতে দেবে না। সাক্সেনার বক্তব্য,“আমরা জানতে পেরেছি, জাকির তার মুসলিম ভাইদের সাথে নামাজ পরিচালনা করে একটি নতুন ঐতিহ্য তৈরি করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং আমাদের শহরে বা রাজ্যে এই ধরনের কোনো ঐতিহ্যকে জন্মাতে দেব না।” সাক্সেনা আরও বলেন, “আমরা বারবার পুলিশকে হিংসাত্মক লোকেদের (মুসলিম সম্প্রদায়কে উল্লেখ করে) বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছি।”
কীভাবে ঘটনাটি ঘটে জানতে চাইলে তিনি বলেন,“আমরা তাদের প্রতিবেশীদের কাছ থেকে খবর পাই। প্রমাণ হিসেবে আমাদের কাছে ছবিও আছে। আমরা এটা সহ্য করব না।” সাক্সেনা আরো বলেন,“আমরা পুলিশ কর্মকর্তাদের তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বলেছি। এবং যদি তারা তা করতে ব্যর্থ হয়, রাষ্ট্রীয় বজরং দল এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামবে।” এই ঘটনা প্রসঙ্গে, কাটঘর থানার এসএইচও বলেন, একদল মুসলিম পুরুষ তারাবীহ পাঠ করেছিলেন।আমরা তাদের মসজিদে তারাবীহ আদায় করতে বলেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
*এই প্রতিবেদনটি টিডিএন বাংলার নিজস্ব প্রতিবেদন নয়। এটি সিয়াসত ডট কম-এ প্রকাশিত প্রতিবেদনের একটি অনুবাদ মাত্র।*