HighlightNewsদেশ

জম্মু-কাশ্মীরে প্রকাশ্য মিছিলে মুসলিম গণহত্যার ডাক দিয়েছে হিন্দুত্ববাদীরা! অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবার

টিডিএন বাংলা ডেস্ক: জম্মু-কাশ্মীরে প্রকাশ্য মিছিলে উস্কানি মূলক বক্তব্য দেওয়া হয়েছে।এমনকি মুসলিম সম্প্রদায়ের মানুষদের গণহত্যার ডাক দিয়েছে হিন্দুত্ববাদীরা! এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন এক সময় বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়া পিডিপি দলের সুপ্রিম তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তার সেই অভিযোগের ফলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভূস্বর্গের রাজনীতিতে। এক ট্যুইট বার্তায় এই অভিযোগ তুলেছেন তিনি।

ওই ট্যুইট বার্তায় তিনি জানিয়েছেন, স্বাধীনতা দিবসে জম্মুতে যে বিরাট র‌্যালি হয়েছিল সেখানে উস্কানি ও প্ররোচনামুলক স্লোগান দেওয়া হয়। পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ওই ট্যুইটে লেখেন, এলজি মনোজ সিনহা ব্যস্ত ছিলেন কতবড় র‌্যালি বের হয়েছে তা দেখাতে। র‌্যালি থেকেই কট্টর হিন্দুত্ববাদীরা প্রকাশ্যে মুসলিম গণহত্যার ডাক দিয়েছে। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। সবটা হয়েছে এলজির উপস্থিতিতেই। তিনি আরও ট্যুইটে লেখেন, ‘অথচ যারা এই গণহত্যার ডাক দিল তাদের বিরুদ্ধে প্রসাসন কি ব্যবস্থা নিল, বলতে পারেন?’ (যদিও মেহবুবা মুফতির এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি টিডিএন বাংলার পক্ষে।)

Related Articles

Back to top button
error: