টিডিএন বাংলা ডেস্ক : সামনে ২০২২ এর মহারণ। তার আগে উত্তরপ্রদেশে চলছে নামবদলের খেলা। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লখনউ পুরসভা এলাকার বেশকিছু ওয়ার্ডের নাম বদল হতে চলেছে। আর সেই নাম হবে দক্ষিণপন্থী নেতা ও স্বাধীনতা সংগ্রামীদের নামে। মেয়র সংযুক্তা ভাটিয়ার নেতৃত্বে একটি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সূত্রের খবর, ফইজুল্লাগঞ্জ ওয়ার্ড (১) এর নাম হবে মহাঋষি নম্বর ওয়ার্ড। ওয়ার্ড (৩) এর নাম হবে ড: কেশব নগর। ওয়ার্ড (৪) এর নাম হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর। জনকীপুরাম ওয়ার্ড (১) হয়েছে ভাউরাও দেওরস নগর। হাদরাগঞ্জ ওয়ার্ড (২) বুদ্ধেশ্বর নগর এবং অযোধ্যা দাস ওয়ার্ড (২) হয়েছে রামপ্রসাদ বিসমিল ওয়ার্ড।
স্থানীয় বাসিন্দারা এ প্রসঙ্গে বলেন নাম বদলে তাদের কোনও আপত্তি নেই। তবে ওয়ার্ড এর একাধিক সমস্যা রয়েছে। তার সমাধান করতে হবে। যোগী সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বেশ কিছু জায়গার নাম পরিবর্তন হয়েছে। যেমন এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। ফৈজাবাদ হয়েছে অযোধ্যা। মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর। সম্প্রতি উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে ফিরোজাবাদের নাম পরিবর্তন করতে চাওয়া হয়েছে।