HighlightNewsআন্তর্জাতিক

ব্রিটেনে পদত্যাগে হিড়িক, বরিসের মন্ত্রীসভা থেকে পদত্যাগ আরও তিন মন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক: ব্রিটেনে প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রীসভায় যেন পদত্যাগে হিড়িক পড়েছে। গতকাল মঙ্গলবারই বরিসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করে ছিলেন অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। এবার বরিসের সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করে আজ বুধবার আরও তিন মন্ত্রী পদত্যাগ করলেন। একের পর এক মন্ত্রীর পদত্যাগের ফলে আরও কোণঠাসা হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার তাঁর পক্ষে সরকার টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আজ পদত্যাগ করা মন্ত্রীরা হলেন, শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী রবিন ওয়াকার, শিশু ও পরিবারবিষয়কমন্ত্রী উইল কুইন্স এবং জুনিয়র পরিবহনমন্ত্রী লরা ট্রট। এছাড়া গতকাল সুনাক–সাজিদ ছাড়াও আরও কয়েকজন পদত্যাগ করে ছিলেন। এদের মধ্যে আছেন কনজারভেটিভ পার্টির ভাইস চেয়ারম্যান বিম অ্যাফোলামি ও সলিসিটর জেনারেল অ্যালেক্স চক। এ ছাড়া প্রধানমন্ত্রীর আরও চার সহযোগীও পদত্যাগ করেন। তাঁর দলেরই বড় একটি অংশ তাঁর বিরুদ্ধে বলা যায় বিদ্রোহ ঘোষণা করেছেন। এমতাবস্থায় বরিস কি পারবেন তাঁর ক্ষমতা টিকিয়ে রাখতে নাকি তিনি পদত্যাগ করবেন সেটাই দেখার।

Related Articles

Back to top button
error: