তাঁর পদবি ‘খান’! সেইজন্যই টার্গেট আরিয়ান, বিস্ফোরক দাবি মেহবুবার

টিডিএন বাংলা ডেস্ক : মাদককাণ্ডে সোমবারও জামিন পাননি শাহরুখ খানের ছেলে আরিয়ান। স্টারকিডের গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এনসিপি থেকে কংগ্রেস, প্রত্যেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে। এবার মুখ খুললেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তাঁর মন্তব্যের পর শুরু হয়েছে জোর বিতর্ক।

সোমবার ট্যুইটারে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি লেখেন, ”কেন্দ্রীয় সরকারের উচিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তা না করে ওঁরা ২৩ বছরের একটি যুবকের পিছনে পড়ে রয়েছে। কারণ, তাঁর পদবি খান। সত্যকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। বিজেপির নিজেদের কোর ভোটব্যাঙ্কের বিকৃত ইচ্ছাপূরণের জন্য মুসলিমদের নিশানা করা হচ্ছে।”