নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: পরপর ৮ বার সন্তান প্রসবের আগেই পেটেই সন্তান নষ্ট হয়ে যায় মাসুদা বিবির। বিভিন্ন স্থানে চিকিৎসার পরেও মেলেনি সুরাহা। অবশেষে আশাহত সেই মায়ের মুখে হাঁসি ফুটল হায়াত মেডিকেয়ারের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে। ৯ বারের মাথায় সুস্থ্য সন্তান প্রসব করার ঘটনাকে হায়াত মেডিকেয়ারের ঐতিহাসিক সাফল্য হিসাবে দেখছেন নার্সিংহোম কর্তৃপক্ষ।
সদ্য মা হওয়া মাসুদা বিবি জানিয়েছেন, তিনি ইতিপূর্বে অনেক চিকিৎসককে দেখিয়ে ছিলেন কিন্তু কোনো ফল পাননি। প্রতিবারই তার সন্তান নষ্ট হয়ে গিয়েছে। অবশেষে হায়াত মেডিকেয়ারে এসে সুস্থ্য সন্তান প্রসব করায় তিনি নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।