Highlightদেশ

১৯ কলেজে সিপিআইএমের ছাত্র সংগঠনকে হারিয়ে ওয়েলফেয়ার পার্টির ছাত্র সংগঠনের বিরাট জয়!

ইব্রাহিম মন্ডল, টিডিএন বাংলা : কেরালায় ১৯ টি কলেজে অনুষ্ঠিত ছাত্র ইউনিয়ন নির্বাচনে বামপন্থী সিপিআইএমের ছাত্র সংগঠনকে পরাজিত করে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে ওয়েলফেয়ার পার্টির ছাত্র সংগঠন ফ্রাটারনিটি মুভমেন্ট। কালিকট ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাসগুলিতে ফ্রাটারনিটির রাজনীতিকে শক্তিশালী করায় সমস্ত ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন ফ্রাটারনিটি মুভমেন্টের কেরালার রাজ্য সভাপতি কে এম শেফরিন ।

এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে রাজ্য সভাপতি কে এম শেফরিন বলেন টিডিএন বাংলাকে, যে কালিকট বিশ্ববিদ্যালয়ের অধীনে ক্যাম্পাসগুলিতে অনুষ্ঠিত ছাত্র ইউনিয়ন নির্বাচনে ফ্রাটারনিটি মুভমেন্ট ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। ফ্রেটারনিটি মুভমেন্টের এই সাফল্যকে ক্যাম্পাসে ঘৃণা ও সর্বগ্রাসী ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্রেটারনিটির রাজনীতি এবং গণতান্ত্রিক চেতনার বিজয় বলে উল্লেখ করেছেন।

জানা গিয়েছে, ১৯টি কলেজ ইউনিয়ন নির্বাচনে কোথাও ফ্রাটারনিটি একা এবং কোথাও জোট করে বিজয়ী হয়েছেন। মালাপ্পুরম জেলার চারটি কলেজে একাই বিজয়ী হয়েছে তারা। এগুলি হল এওপেরিন্থালমান্না আজাস, এলাহিয়া কলেজ থিরুক্কাদ, ডব্লিউ। এছাড়াও ফ্রেটারনিটি মুভমেন্ট আইসি আর্টস কলেজ, ভান্তুর এবং ফালাহিয়া কলেজ, তিরুরক্কাদেও এককভাবে বিজয়ী হয়েছে। এছাড়াও বিভিন্ন কলেজে তারা জোট করে বিজয়ী হয়েছে।

নতুন একটি ছাত্র সংগঠন ফ্রাটারনিটি মুভমেন্টের এই ঐতিহাসিক বিজয়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কেরালার রাজনৈতিক বিশ্লেষকরা। ফ্রাটারনিটি মুভমেন্টের মাদার সংগঠন ওয়েলফেয়ার পার্টিও ইতিপূর্বে কেরালার বিভিন্ন নির্বাচনগুলোতে ভালো ফলাফল করেছে। মূলত দুর্নীতি মুক্ত, সম্প্রীতির ভারতবর্ষ গড়ার এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার ডাক দিয়েই এই দলটির উন্থান।

Related Articles

Back to top button
error: