HighlightNewsখেলাদেশ

ইতিহাস; কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেটে রুপো জিতল ভারত, ফাইনালে ৯ রানে হার অস্ট্রেলিয়ার কাছে

টিডিএন বাংলা ডেস্ক: কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ভারত। ভারতীয় দল হারল ৯ রানে। অধিনায়ক হরমন নিজে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেললেন। জেমাইমা রদ্রিগেস করেন ৩৩ রান। তবে দুর্দান্ত লড়াই করেও শেষ রক্ষা হল না ভারতের। অস্ট্রেলিয়ার ৮ উইকেটে ১৬১ রানের জবাবে ভারতের ইনিংস শেষ হয় ১৫২ রানে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তাঁরা ১৬১ রান তোলে। অস্ট্রেলিয়ার পক্ষে মুনি অর্ধশতরান(৬১) করেন। এছাড়াও ল্যান্নিং করেন ৩৬ রান। ভারতের পক্ষে রেনুকা সিং ৪ ওভারে ২৫ রান দিয়ে দুটি উইকেট নেন।

রান তাড়া করতে ভারতের শুরুটা ভাল হয়নি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করা স্মৃতি মন্ধানা ৬ রানে আউট হয়ে যান। চাপে পড়ে যাওয়া ভারতকে টানতে থাকেন অধিনায়ক হরমনপ্রীত এবং জেমাইমা রদ্রিগেস। সেই মুহূর্তে ক্রিজে থাকা দুই ব্যাটারকে ধরে খেলতেই হত। সেই কাজটাই করতে থাকেন হরমন এবং জেমাইমা। দু’জনেই মারার বল মারতে থাকেন। কিন্তু ঝুঁকি এড়াতে থাকেন। এদিন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমোনপ্রীত কৌর ৪৩ বলে ৬৫ রান করেন। জেমাইমা করেন ৩৩ রান। বিপদের শুরু হল জেমাইমা আউট হওয়ার পর থেকেই। অবাক করলেন হরমনপ্রীতও। ক্রিজে জমে গিয়েছেন, এমন অবস্থায় স্পিনার অ্যাশলে গার্ডনারকে সুইপ করতে গেলেন। বল জমা পড়ল উইকেটকিপারের হাতে।
একমাত্র আশা-ভরসা ছিলেন দীপ্তি। দু’টি চার মেরে আশা জাগিয়েছিলেন। শুটের বলে তিনি এলবিডব্লিউ হয়ে ফিরতেই ভারতের আশা শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার পক্ষে এসলেইঘ গার্ডনার ৩ ওভার বল করে ১৬ রানের বিনিময়ে ৩ টি উইকেট নেন।

Related Articles

Back to top button
error: