HighlightNewsদেশবিনোদন

স্বরাষ্ট্রমন্ত্রী-আরএসএস প্রধানের স্ক্রিনিং এ আসা, একাধিক রাজ্যে করমুক্ত হওয়া সত্ত্বেও বক্স অফিসে ফ্লপ ‘সম্রাট পৃথ্বীরাজ’

টিডিএন বাংলা ডেস্ক: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আরএসএস প্রধান মোহন ভগবত এসে ছিলেন অক্ষয় কুমারের ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমার বিশেষ স্ক্রিনিং-এ। এই সিনেমার প্রশংসা করেছেন অনেক বিজেপি ও হিন্দুত্ববাদী নেতারা। একাধিক রাজ্য এই সিনেমাকে করমুক্ত ঘোষণা করে ছিল। কিন্তু তা সত্ত্বেও অবশেষে বক্স অফিসে একে বারে মুখ থুবড়ে পরলো বিগ বাজেটের সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’। এই সিনেমাতে মূলত মধ্যযুগের রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনিকে তুলে ধরা হয়েছে। যিনি দ্বিতীয় পানি পথের যুদ্ধে মহম্মদ ঘরির কাছে পরাজিত ও নিহত হয়ে ছিলেন। মূলত এই সময় থেকেই ভারতে কেন্দ্রীয় ভাবে মুসলিমদের শাসনকাল শুরু হয়। যদিও এর আগে সিন্ধু প্রদেশে মুসলিমদের শাসন চলছিল।

প্রসঙ্গত, এই সিনেমা নিয়ে জাতীয়তাবাদী প্রচারও চোখে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত ‘সম্রাট পৃথ্বীরাজ’ নিয়ে জনসমক্ষে যে বার্তা নিয়ে আসা হয়েছিল আদেও তা বিশেষ ভাবে জনপ্রিয় হতে পারেনি সাধারণ মানুষের মধ্যে। বচ্চন পান্ডের পর এবার সম্রাট পৃথ্বীরাজের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হলো। সিনেমাটি মুক্তি পেয়েছিলো ৩ জুন। মুক্তির মাত্র এই কয়েক দিনের মধ্যেই অনেক সার্কিটে এবং বাণিজ্যিক সিনেমা হলে ইতিমধ্যেই এই শো বাতিল হয়েছে। সাত দিনে মাত্র ৫৫ কোটি টাকা আয় করতে পেরেছে ‘সম্রাট পৃথ্বীরাজ’। কিন্তু এই সিনেমার প্রায় ৩০০ কোটি টাকার বিশাল বাজেট ছিল বলে খবর।

অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’-এর এই করুণ পরিণতির কারণ নিয়ে বিভিন্ন মত বক্স অফিস বিশেষজ্ঞদের। ট্রেড অ্যানালিস্টরা বলছেন, জনতা জনার্দন এই ছবিকে ‘রিজেক্ট’ করেছে। টুইট বার্তায় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লেখেন, ‘সম্রাট পৃথ্বীরাজকে অস্বীকার করেছে দর্শক… একদিকে ভারি বাজেটের বোঝা, অন্যদিকে দুর্বল ছবি- ইন্ডাস্ট্রি স্তম্ভিত এই ফলাফলে।’ চাঁদ বরদাই (সোনু সুদ অভিনীত চরিত্র) লেখা ‘পৃ্থ্বীরাজ রাসো কবিতার উপর ভিত্তি করে তৈরি এই ছবি। ছবিতে মধ্যযুগীয় রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। এই ছবির সঙ্গেই বলিউড সফর শুরু হয়েছে বিশ্ব সুন্দরী মানুষী ছিল্লারের। রাজকুমারী সংযুক্তার ভূমিকায় ছবিতে রয়েছেন মানুষী। এছাড়াও সোনু সুদ, সঞ্জয় দত্ত, আশুতোষ রাণার মতো অভিনেতারা রয়েছেন এই ছবিতে।

Related Articles

Back to top button
error: