টিডিএন বাংলা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে বিশেষ ক্ষমতা প্রদান করলেন। এই ক্ষমতা বলে এখন থেকে বিএসএফ রাজ্যের অভ্যন্তরে ঢুকেও অপারেশন চালাতে এবং তল্লাশি চালাতে পারবে। পশ্চিমবঙ্গ,পাঞ্জাব ও আসামের মতো রাজ্যগুলিতে এখন থেকে বিএসএফ তল্লাশি ও গ্রেপ্তারি অভিযান চালাতে পারবে। এমনকি প্রয়োজনে বাজেয়াপ্তকরণ এর ক্ষমতাও দেয়া হলো বিএসএফকে। অবশ্য এক্ষেত্রে অসম, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবে বিএসএফ সীমান্ত থেকে ৫০ কিলোমিটারের মধ্যেই এই অভিযান চালাতে পারবে। উল্লেখ্য যে, এতদিন এই রাজ্যগুলিতে দেশের সীমান্ত থেকে ১৫ কিমি. মধ্যেই অভিযান পরিচালনা করতে পারত বিএসএফ। অন্যদিকে গুজরাটেও ৫০ কিলোমিটারের মধ্যে অভিযান পরিচালনা অধিকার দেওয়া হয়েছে। যদিও ইতিপূর্বে গুজরাটে ৮০ কিমি. পর্যন্ত অভিযান পরিচালনার ক্ষমতা ছিল বিএসএফের। এছাড়া মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, লাদাখের মত রাজ্যগুলিতেও এই অভিযান পরিচালনা করতে পারবে। তবে সেখানে কোন সীমানা নির্দিষ্ট করে দেয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর ফলে বিএসএফের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে।