টিডিএন বাংলা ডেস্ক: এনসিপি সভাপতি শরদ পাওয়ার মঙ্গলবার শীর্ষ আদালতের কৃষি আইনের প্রয়োগের ওপর স্থগিতাদেশ এবং সরকার ও কৃষক সংগঠনগুলির মধ্যে চলতে থাকা বিরোধিতার সমাধান খুঁজতে চার সদস্যের একটি উচ্চতর কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইট করে লেখেন, আমি আশা করি এবার কেন্দ্র সরকার এবং কৃষকদের মধ্যে সুদৃঢ় কথোপকথন শুরু হবে।
এ প্রসঙ্গে একটি টুইট করে শরদ পাওয়ার লিখেছেন,”তিনটি কৃষি আইনের প্রয়োগ বন্ধ করতে এবং এই সমস্যা সমাধানের জন্য চার সদস্যের কমিটি গঠন করার সুপ্রিম কোর্টের আদেশ স্বাগত।”
এরপরে আরেকটি টুইটে তিনি লেখেন,”এটি কৃষকদের জন্য এটি একটি বিরাট স্বস্তি এবং আমি আশাবাদী যে এখন কৃষকদের লাভ ও কল্যাণের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার ও কৃষকদের মধ্যে একটি সুদৃঢ় আলোচনা শুরু হবে।”
It is a big relief for farmers and I hope that a concrete dialogue between Central government and farmers will be initiated now, keeping the famers interests and well being in mind.#FarmLaws #SupremeCourt
— Sharad Pawar (@PawarSpeaks) January 12, 2021