আন্তর্জাতিক

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ: নাশকতা নাকি দুর্ঘটনা চলছে তদন্ত

টিডিএন বাংলা ডেস্ক: স্থানীয়দের কথায়, রোবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে গিয়েছে। ভবন সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি বাসও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর হোল্ডিংয়ের তিনতলা ভবনটির প্রায় ধসে পড়ার দশা হয়েছে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত সাতজনের নিহত হওয়ার খবর জানা গিয়েছে। আর আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক মানুষ। ঐর মধ্যে ১৫ জনৈর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এই ঘটনার কারণ অনুসদ্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মূল ভবনের নিচতলায় ছিল ফাস্ট ফুডের দোকান। দ্বিতীয় তলায় একটা শো রুম, সেখানে ফ্রিজ ছিল। আর তিন তলায় ছিল একটা স্টুডিও। ভবনের সামনের সড়কে কাজ চলছে। জানা গিয়েছে সেখানেও গ্যাস ও ইলেকট্রনিক তার রয়েছে। কীভাবে এই বিস্ফোরণ তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পার্সটুডে জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘”ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি, এখানে যে শর্মা হাউজ ছিল মূলত সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে খুব সম্ভবত গ্যাস জমেছিল এবং এই গ্যাস বিস্ফোরণের কারণে আশেপাশের সাতটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইটা বাস বিধ্বস্তের মতো হয়েছে। ৫০ জনের উপরে আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা সাতজন মারা গেছে বলে খবর পেয়েছি।” সরমা হাউজের নিরাপত্তা বিধানে পুলিশের ভূমিকা কী, তদারকির বিষয়টি তো পুলিশের ওপর বর্তায়- এই প্রশ্নর উত্তরে তিনি বলেন, “আসলে এখানে দায় তো আমাদের না। গ্যাসের সংযোগটা বৈধভাবে নেওয়া হয়েছে কি না, গ্যাসের লাইনটা সাইনটিফিক্যালি লিক-প্রুফ ছিল কি না, সেটার এক্সপার্ট তো আমি না। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে। তারা এটা দেখভাল করবে। এরপর ব্যবস্থা গ্রহণের সময় যদি বাধা দেওয়া হয়, আমরা দেখব।” এই ঘটনায় কোনো সন্ত্রাস যোগ আছে কিনা বা নাশকতা কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটিনাশকতা না। নাশকতা হলে বোমা বিস্ফোরণ হতো। সেখানে স্প্লিন্টার পাওয়া যেত। স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হতো। আশাপাশে আপনারা ক্ষতিগ্রস্ত বাস দেখেছেন। বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব নিশ্চিতভাবে বলা যায় বোমার কোনো ঘটনা এখানে নাই। গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে।” ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনও একই মত ব‍্যক্ত করেন। ঐ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “ভবনটি ঝুঁকিপূর্ণ। এটা বলতে রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে না। ভবনটির সামনে রাস্তায় ট্রেনেজ লাইনের কাজ হচ্ছে। সেটার কারণে লিকেজ হতে পারে। কোনটিই নিশ্চিত নয়। তদন্তের পর বলা যাবে।’

তথ্য সূত্র পার্সটুডে

Related Articles

Back to top button
error: