Highlightরাজ্য

কীভাবে ঘটল রেল দুর্ঘটনা? কার গলদ? রাজ্যে রেলমন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক : ট্রেনের গতি প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার। এক্সপ্রেস ট্রেনের এই গতি অত্যন্ত সামান্য। তারপরেও দুর্ঘটনা। ট্রেন নয়। যেন খেলনা গাড়ি। কার গাফিলতি? ট্রেন কি পুরনো বগির? রেলের তরফ থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। তাহলে কেন এমন ভয়াবহ দুর্ঘটনা? উঠছে হাজার প্রশ্ন। বৃহস্পতিবার রাতেই রাজ্যে এসে পৌছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

বৃহস্পতিবার ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। যাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন। কী কারণে দুর্ঘটনা? রেল সূত্রে খবর, সিগন্যালিংয়ে কোনও সমস্যা ছিল না। হতে পারে ট্র্যাকের কারণেই এই ভয়াবহ ঘটেছে। গোটা দুর্ঘটনার কারণ জানতে তদন্ত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবারই তিনি ময়নাগুড়িতে যাবেন। রেলের তরফে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

এসবের মধ্যে প্রশ্ন উঠছে, আধুনিক প্রযুক্তির প্রয়োগ কবে হবে? নাকি পরের দুর্ঘটনার জন্য ভারতীয় রেল অপেক্ষা করবে? একাংশের মতে, ট্রেনের গতিবেগ ঘণ্টায় এর থেকে আরও বেশি হলে তো আরও মারাত্মক হয়ে উঠত। প্রাথমিক তদন্তে ভারতীয় রেল জানিয়েছে, লাইনে ফাটল থাকার ফলেই এই দুর্ঘটনা। কিন্তু এই যুক্তি মানতে নারাজ অনেকেই। উদ্ধারকাজ শুরু হতেই লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা।

Related Articles

Back to top button
error: