টিডিএন বাংলা ডেস্ক : মোবাইল গেমসের চক্করে পড়ে কতজন আত্মঘাতী রয়েছে? তথ্যই নেই কেন্দ্রের কাছে। সংসদে এক প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
করোনা মহামারীতে কত জনের মৃত্যু হয়েছে? জবাবে কেন্দ্র বলেছিল, তাদের কাছে তথ্য নেই। আন্দোলনরত কৃষকদের কতজনের মৃত্যু হয়েছে? তারও উত্তর জানা নেই সরকারের। লকডাউনের পর কতজন পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছেন? কার্যত তারও জবাব দিতে পারেনি কেন্দ্র। এবারও সেই একই বয়ান। প্রশ্ন ছিল, মোবাইল গেমসের চক্করে পড়ে কতজন নাবালক আত্মঘাতী হয়েছে? প্রশ্নোত্তরে বৈষ্ণব জানান, কেন্দ্রের কাছে তেমন পরিসংখ্যান নেই। তবে অতিমারী পর্বে অনলাইন গেমসের আসক্তির জেরে নবীন প্রজন্ম যে শারীরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রকারান্তরে তা স্বীকার করে নিয়েছে কেন্দ্র। সরকারের দাবি, এই জাতীয় গেমসের বাড়বাড়ন্ত রদ করার মত কোন সুনির্দিষ্ট আইন নেই তাদের হাতে। মন্ত্রীর দাবি, ২০১৮ সালে গেমসের আসক্তির জেরি দুটি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের তথ্য দিয়েছিল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো।
যদিও বিশেষজ্ঞরা বলছেন, আইন নেই কথাটা শুধুই কথার কথা। সরকারের সদিচ্ছা থাকলেই উপায় হয়। যদি তাই হতো, সরকার পাবজির মতো চিনা গেম নিষিদ্ধ করলো কীভাবে?