অপসারিত তৃণমূল প্রার্থী লাভলী মৈত্রের স্বামী হাওড়া গ্রামীনের এসপি সৌম্য রায়

টিডিএন বাংলা ডেস্ক: অপসারণ করা হলো তৃণমূল প্রার্থী লাভলী মৈত্রের স্বামী হাওড়া গ্রামীনের এসপি সৌম্য রায়কে। ভোটের কোনও কাজে থাকতে পারবেন না। তিনি। হাওড়া গ্রামীণের এসপিকে সরিয়ে এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন। হাওড়া গ্রামীণের নতুন এসপি করা হয়েছে শ্রীহরি পাণ্ডেকে।