দেশ

গোয়ায় তৃণমূলে যোগদানের হিড়িক বিধায়ক শ্রীকান্ত গোয়াঙ্কর সমর্থকসহ তৃণমূলে যোগদান

টিডিএন বাংলা ডেস্কঃ গোয়াতে আগামী বিধানসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। একের পর এক গোয়ার রাজনৈতিক নেতৃত্ব যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস। এর আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরো তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। যোগ দেওয়ার কথা চলছে জনপ্রিয় অভিনেত্রী নাফিসা আলিরও। ইতিপূর্বে তিনি ২০০৪ সালে দঃ কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছেন। এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গোয়ার বিধায়ক প্রসাদ শশীকান্ত গোয়াঙ্কর। তবে তিনি একাই নন তাঁর সঙ্গে বহু সমর্থক এবং পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরাও এদিন যোগদান করলেন। সাংগুয়েম বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোয়াঙ্কর পানাজিতে দলীয় নেতা ডেরেক ও’ব্রায়েন এবং গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরোর উপস্থিতিতে এদিন তৃণমূলে যোগ দেন। তৃণমূলে যোগ দিয়ে গোয়াঙ্কর টুইটার করেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বকে সমর্থন করছি। গোয়ার একটি পরিবর্তন দরকার বলে আমি মনে করি এবং পাশাপাশি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাধ্যমে অর্জন করা সম্ভব।” তিনি আরও বলেন, গোয়াকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি তৃণমূলের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়াঙ্করকে উদ্দেশ্য করে বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধে দেশের তরুণরা নীরব থাকবে না। তরুণ নেতাদের নিপীড়ক বিজেপি-শাসনের বিরুদ্ধে লড়াইয়ে এত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি গর্বিত। আপনার সর্বাত্মক সমর্থনের জন্য ধন্যবাদ প্রসাদ শশীকান্ত গোয়াঙ্করজী…।” তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন এক ট‍্যুইট বার্তায় গোয়াঙ্করকে তৃণমূলে স্বাগত জানান।

Related Articles

Back to top button
error: