মালয়েশিয়া মাস্টার্স টুর্নামেন্টের পুরুষদের বিভাগে সোনা জিতে প্রথম ভারতীয় হয়েছেন এইচএস প্রণয়

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয়েশিয়া মাস্টার্সে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন এইচএস প্রণয়। প্রণয় চীনের ওয়াং হংইয়াংকে ২১-১৯, ১৩-২১ এবং ২১-১৮ গেমে হারিয়ে ফাইনাল জিতেছেন। সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধুর পর প্রণয় তৃতীয় ভারতীয় হিসেবে মালয়েশিয়া মাস্টার্স চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছাড়াও পুরুষদের একক বিভাগে জয়ী প্রথম ভারতীয় হয়েছেন। চলতি মৌসুমে এটাই প্রণয়ের প্রথম পদক।