কৃষি আইন বাতিলের দাবিতে রঘুনাথগঞ্জে বিশাল জনসভা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: কৃষি আইন বাতিলের দাবিতে রঘুনাথগঞ্জে বিশাল জনসভা করলো তৃণমূল কংগ্রেস। রবিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এই জনসভায় সামিল হন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী তথা জঙ্গীপুরের বিধায়ক জাকির হোসেন, বিধানসভায় মুখ্য সচেতক নির্মল ঘোষ, সাংসদ অপরূপা পোদ্দার, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ আবু তাহের খান, সাংসদ খলিলুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের সভায় উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।