দেশ

স্বাস্থ্য বিধি মেনে অবিলম্বে শিক্ষাঙ্গনে পঠন-পাঠন চালুর দাবিতে করিমপুরে মানব বন্ধন এসআইও-র

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, করিমপুর: “শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবুও শিক্ষাঙ্গন কেন বন্ধ?” শিরোনামে রাজ্য জুড়ে প্রচারাভিযানের অংশ হিসেবে নদীয়া জেলার করিমপুরেও মানব বন্ধন করল ছাত্র সংগঠন এসআইও। অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে পর্যায়ক্রমে শিক্ষাঙ্গনে পঠনপাঠন চালুর দাবি জানায় তারা। ৭৫ তম স্বাধীনতা দিবসের বিকেলে সংগঠনটির প্রতীকী ‘ওপেন ক্লাস’ সকলের নজর কাড়ে। ক্লাস নেন রামকৃষ্ণ বেলুড় মঠের ছাত্র রাজু ঘোষ।

এরপর অনুষ্ঠিত হয় মানব বন্ধন।প্রায় তিরিশ মিনিট চলে মানব বন্ধন। সবশেষে হয় প্রতিবাদ সভা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি সফিকুল ইসলাম মন্ডল বলেন, “আজকে স্কুল বন্ধ থাকায় শিশুশ্রমিক, বাল্য বিবাহ, পাচার প্রভৃতি দিন দিন মহামারী আকার ধারণ করছে। সমাজের একটি বৃহৎ অংশ নিরক্ষর হতে চলেছে। তাই অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিয়ে শিক্ষালয় গুলিকে খুলে দিয়ে ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করার আহ্বান জানান তিনি।” দুয়ারে সরকারের মতো দুয়ারে শিক্ষাও কেন হবেনা সে প্রশ্নও তোলেন তিনি।

শিক্ষক শাহাবুদ্দিন মন্ডল টানা দু বছর স্কুল বন্ধ থাকার ভয়াবহ ফলাফল সবার সামনে তুলে ধরে সরকারকে অবিলম্বে শিক্ষালয় গুলো খুলে দেওয়ার আহবান জানান।

Related Articles

Back to top button
error: