HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

নিউটাউনের উদ্বোধন করা হল হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডব্লিউবিসিএস কোচিং সেন্টার

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: আজ বুধবার নিউটাউনের গোপালপুর হাউসে এক মনোজ্ঞ অনুষ্টানের মধ্য দিয়ে উদ্বোধন করা হল হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডব্লিউবিসিএস কোচিং সেন্টার। এদিন প্রায় ১৪-১৫ জন ছাত্র নিয়ে এই ডব্লিউবিসিএস কোচিং সেন্টারটির যাত্রা শুরু হল। কোচিং সেন্টারের দ্বার উদ্বঘাটন করেন দিল্লি থেকে আগত জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সেক্রেটারী টি আর আরিফ। মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের গরিব শিক্ষার্থীদের প্রশাসনে বেশি বেশি অংশগ্রহণে অনুপ্রাণিত করতে ও তাদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করতে এই কোচিং সেন্টারটি তৈরি করা হয়েছে বলেই জানান উদ্যোক্তারা। এখানে যারা পড়বেন তাদের থাকা, খাওয়া ও পড়াশোনার সমস্ত ব্যবস্থা করবে ফাউন্ডেশনটি।

ফাউন্ডেশনের রাজ্য কো-অডিনেটর মাসুদ আলম বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরা সাধারণত প্রশাসন বিভাগে চাকরি করার বিষয়ে খুব একটা এগিয়ে আসে না। তাই তাদেরকে অনুপ্রাণিত করতে ও প্রশিক্ষণ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া যারা প্রশাসনে আসেন তাদের মধ্যে নৈতিক শিক্ষার ব্যাপক অভাব থাকে। সমাজে পরিবর্তন আনতে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করাও আমাদের একটি লক্ষ্য।”

Related Articles

Back to top button
error: