নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : মুর্শিদাবাদের বহরমপুরের একটি কর্মী সভায় থানার ওসিকে হুমকি দিয়ে ফের বিতর্কে জড়ালেন ভরতপুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। অভিযোগ এদিন তিনি ওসির টেবিলের উপর পা তুলে দিয়ে তাঁকে বিধায়কের ক্ষমতা দেখিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন। একইসঙ্গে দেওয়া হয়েছে বদলির হুমকি।
বিতর্ক আর হুমায়ুন কবীর কার্যত সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। বেফাঁস মন্তব্য করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের বিধায়ক। এমনকি আদালতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে দল থেকে সাসপেন্ডও হয়েছিলেন হুমায়ুন। এবার পুলিশ কর্মীকে হুঁসিয়ারী দিয়ে আবারো সংবাদ শিরোনামে তিনি। গতকাল ভরতপুরে দলীয় কার্যালয়ে ওসিকে হুমকি দিয়ে সমর্থকদের হাততালি কুড়ান হুমায়ুন কবীর। তিনি বলেন, “কেউ পায়ে পা দিয়ে ঝগড়া করতে এলে আমি ছেড়ে কথা বলব না। তাতে আইন শৃঙ্খলার অবনতি হলে প্রশাসন দায়ি থাকবে। বিধায়কই এখানে শেষ কথা। দলের,শীর্ষ নেতৃত্ব যতক্ষন কোন নির্দেশ না দেবে আমিই এখানে শেষ কথা বলব।”
এরপর তিনি দলের প্রাক্তন যুব সভাপতি নজরুল ইসলাম ওরফে টারজানকে নির্দেশ দিয়ে বলেন, “ওসিকে আমার কথা বলে দিবে। বাড়াবাড়ি করলে এখান থেকে ফের বগাটপাড়া চলে যেতে হবে। থানার সামনে বসব। ওসির টেবিলে পা তুলে দিয়ে বুঝিয়ে দেব হুমায়ুন কবীর কে।” এই মন্তব্যে ফের সোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলে। যদিও জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি খোঁজ নিয়ে দেখছি বলে জানিয়েছেন।