Highlightদেশ

গণেশ শোভাযাত্রা চলাকালীন এক ফল বিক্রেতার ওপর হামলা হায়দ্রাবাদের চারমিনারে

টিডিএন বাংলা ডেস্ক : বৃহস্পতিবার রাতে হায়দ্রাবাদের চারমিনারে গণেশ বিসর্জন শোভাযাত্রা চলাকালীন এক বিক্রেতার উপর হামলার অভিযোগে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চারমিনারের কাছে লাড বাজারে রাস্তার পাশে মিষ্টি ভুট্টা বিক্রি করছিলেন হুসেন আলম, তখন হুসেন আলমের দিকে আচমকায় কয়েকজন যুবক তাঁর উপর হামলা করে। মাথায় অ হাতে আঘাত লাগার ফলে গুরুতর আহত হন তিনি । ওই ব্যক্তি সেখানে উপস্থিত পুলিশের কাছে হামলার বিষয়ে অভিযোগ করেছিলেন, যারা প্রথমে তাকে সাহায্য করতে অস্বীকার করেছিল। পরে তিনি নিকটবর্তী চারমিনার থানায় যান যেখানে কয়েকজন পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩২৪ আর /ডব্লিউ ৩৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র বা উপায়ে আঘাত করা) ধারায় মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে।

চারমিনারের এক অফিসার কে চন্দ্রশেখর জানিয়েছেন, সিসিটিভি ফুটেজের সাহায্যে দুর্বৃত্তদের সনাক্ত করতে দুটি দল গঠন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে লোকেরা অভিযোগ করেছে যে বিক্রেতাকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়। তবে পুলিশ জানিয়েছে, তদন্তের পরে প্রয়োজনে তারা মামলায় আরও ধারা পরিবর্তন বা যুক্ত করবে।(সুত্র- ডেইলি সিয়াসাত)

Related Articles

Back to top button
error: