HighlightNewsদেশ

শুধুমাত্র ভারতীয় গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছি, এর জন্য আমাকে দেশবিরোধী বলা যাবে না, কেমব্রিজের বক্তৃতা নিয়ে রাহুল গান্ধীর স্পষ্টিকরণ

টিডিএন বাংলা ডেস্ক: বিদেশ মন্ত্রকের কমিটির বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেমব্রিজে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, আমার বক্তব্য কোনো দেশ বা সরকারকে নিয়ে নয়। রাহুল বলেন- আমার বক্তব্য ছিল একজন ব্যক্তিকে নিয়ে। আমি ভারতের গণতন্ত্রের কথা বলেছি। অন্য কোনো দেশকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে বলা হয়নি। রাহুল আরও বলেন, তিনি কেবল ভারতীয় গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, এর জন্য তাকে দেশবিরোধী বলা যাবে না।

এর আগে, শুক্রবার রাহুল গান্ধী লোকসভায় পৌঁছলে, কার্যধারা মুলতবি হওয়ার পরে, কংগ্রেস সহ ১৬টি বিরোধী দল সংসদের বাইরে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে।এদিকে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রক শনিবার সংসদীয় পরামর্শক কমিটির বৈঠক ডাকে। এই বৈঠকে জি-২০-তে ভারতের প্রেসিডেন্সি নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই বিষয়ে একটি উপস্থাপনা দেন। ওই বৈঠকে রাহুল গান্ধী ব্রিটেনে দেওয়া নিজের ভাষণের সমর্থনে এই মন্তব্য করেন।

একজন বিজেপি সাংসদ প্রশ্ন তোলেন যে, কিছু নেতা বিদেশে ভারতীয় গণতন্ত্রের কথা বলে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এর পরেই রাহুল গান্ধী নিজের বিবৃতির ব্যাখ্যা দেন। রাহুল বলেন, লন্ডনে আমি শুধুমাত্র ভারতীয় গণতন্ত্রের ইস্যু তুলেছিলাম এবং আমি বিশ্বাস করি এটি ভারতের অভ্যন্তরীণ সমস্যা এবং আমরা এটির সমাধান করব।

Related Articles

Back to top button
error: