দেশ

“নৈতিকতার সঙ্গে আপোষ করতে পারব না,” নীরবতা ভাঙলেন নভজ্যোত সিং সিধু

টিডিএন বাংলা ডেস্ক : পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান পদে ইস্তফা দেওয়ার একদিন পর মুখ খুললেন নভজ্যোত সিং সিধু৷ এক বিবৃতিতে সাফ জানান, নৈতিকতার সঙ্গে আপোষ করবেন না৷ “রাজ্যে কলঙ্কিত নেতা ও কর্মকর্তাদের পুনরাবৃত্তি” চাননি তিনি৷ টুইটারে নিজের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেছেন সিধু৷ সেখানে তিনি বলেছেন, “কারও সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই৷ ১৭ বছরের রাজনৈতিক কেরিয়ারে আমার একটা উদ্দেশ্য ছিল৷ জনগণের জীবন চিত্রকে ভাল করা৷ ব্যাতিক্রমী করা৷ একটা নির্দিষ্ট অবস্থানে নিজেকে রাখা৷ এটিই আমার ধর্ম৷ আমি নৈতিকতার সঙ্গে আপোষ করতে পারি না৷”

তিনি আরও বলেন, “নৈতিকতাকে বিসর্জন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়৷ পাঞ্জাবে প্রতিনিয়ত আমি যা দেখে চলেছি, তা হল সমস্যা ও কর্মসূচির সঙ্গে আপোষ৷ আমি না পারব শীর্ষনেতৃত্বকে বিভ্রান্ত করতে, না পারব তাদের বিপথে চালিত করতে৷ দীর্ঘ সময় ধরে পাঞ্জাবের সমস্যা নিয়ে আমি লড়ে চলেছি৷ এই রাজ্যে কলঙ্কিত নেতা ও কর্মকর্তাদের একটা অধ্যায় চলছে৷ এটার পুনরাবৃত্তি হোক, চাইনা৷ আমি আমার নীতিতেই অবস্থান করব৷”

উল্লেখ্য গত ১৮ জুলাই সিধুকে পঞ্জাবের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদে বসানো হয়েছিল। সেই হিসেবে মাত্র তিন মাসের মধ্যেই তিনি পদ ছেড়ে দিলেন। স্বাভাবিক ভাবে নিয়ে এই জল্পনা তৈরি হয়েছে। এদিকে সিধুর পদত্যাগের পরিপ্রেক্ষিতে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের টুইটে কটাক্ষ, আমি আগেই বলেছিলাম, সিধুর উপর ভরসা রাখা যায় না।

Related Articles

Back to top button
error: