HighlightNewsদেশ

“নিজের মূল্যবোধ মেলাতে পারছিনা”; কমিশনের কৌঁসুলী পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন আইনজীবী মোহিত ডি রাম 

টিডিএন বাংলা ডেস্ক: নির্বাচন চলাকালীন করোনা বিধির তোয়াক্কা না করে রাজনৈতিক নেতাদের ইচ্ছেমতো জমায়েত করার অনুমতি দেওয়া নিয়ে ইতিমধ্যেই মাদ্রাজ হাইকোর্টের রোষের মুখে পড়ে কমিশন।সাধারণ মানুষের জীবনের তোয়াক্কা না করে তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত বলে মন্তব্য করে আদালত। এরপর সংবাদমাধ্যমের কাছে সেই খবর এসে পড়ায় ফের মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয় কমিশন। আদালতের কোন মৌখিক রায় যাতে সংবাদমাধ্যমের হাতে না পৌঁছেয় তা নিয়ে আবেদন জানায় কমিশন। সেই আবেদনে মাদ্রাজ হাইকোর্ট সাড়া না দিলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কমিশন। তবে সেখানেও তিরস্কৃত হন তাঁরা। এই পরিস্থিতিতে এবার “মূল্যবোধ”-এর প্রশ্নে কমিশনের কৌঁসুলির পদ থেকে ইস্তফা দিলেন আইনজীবী মোহিত ডি রাম। শুক্রবার নিজের ইস্তফা পত্র জমা দিলেন তিনি। ওই ইস্তফা পত্র আইনজীবী মোহিত ডি রাম লিখেছেন,”বর্তমানে কমিশন যে ভাবে কাজ করছে, তার সঙ্গে নিজের মূল্যবোধ মেলাতে পারছি না।”

Related Articles

Back to top button
error: