টিডিএন বাংলা ডেস্ক: বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হতেই দলের অস্বস্তি বাড়িয়ে বেঁকে বসলেন রন্তিদেব সেনগুপ্ত। স্পষ্টতই জানিয়ে দিলেন, প্রার্থী হতে চান না তিনি। সংবাদমাধ্যমকে তিনি বলেন,
টিভি দেখে জানতে পারলাম, আমি দক্ষিণ হাওড়া কেন্দ্রে প্রার্থী। দল আমাকে জিজ্ঞাসা করেনি। দলের কাছে আমিও প্রার্থী হওয়ার আবেদন জানাইনি। নির্বাচনে লড়ব না। শুধু দক্ষিণ হাওড়া নয়, কোনও কেন্দ্র থেকেই ভোটে লড়ব না। আমি শুধু প্রচারে সময় দিতে চাই। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মধ্যে অন্য কোনও কারণ নেই। আশা করব দল দক্ষিণ হাওড়া কেন্দ্রের জন্য ভাল প্রার্থী বেছে নেবে।