HighlightNewsদেশ

স্বাধীনতার পর মানহানির জন্য সবচেয়ে বড় শাস্তি পেয়েছি, সংসদে আদানি নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গেই আমার সংসদ সদস্যপদ চলে গেল, বললেন রাহুল:

টিডিএন বাংলা ডেস্কঃ রাহুল গান্ধী বর্তমানে ৬ দিনের আমেরিকা সফরে রয়েছেন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। কেরালায় ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (ইউএমএল)-এর সঙ্গে জোটের বিষয়ে রাহুল বলেন, মুসলিম লীগ সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল। বিরোধীরা ঐক্যবদ্ধ। আমরা সব বিরোধী দলের সঙ্গে কথা বলছি। এই বিষয়ে অনেক ভালো কাজ হচ্ছে।

রাহুল বলেন, এমন অনেক জায়গা আছে যেখানে আমরা বিরোধীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই অবস্থায় আমাদের অনেক বিষয়ে মতামত গঠন করতে হবে, তবে আমি নিশ্চিত যে আমরা নির্বাচনে অবশ্যই একত্রিত হব। এমপি হওয়ার প্রশ্নে তিনি বলেন, ১৯৪৭ সালের পর মানহানির মামলায় সবচেয়ে বড় শাস্তি পেয়েছি। আমি সংসদে আদানি সম্পর্কে বক্তৃতা দিয়েছিলাম, যার কারণে আমি অযোগ্য হয়েছি।

এদিকে, মুসলিম লীগ নিয়ে রাহুলের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, ধর্মীয় ভিত্তিতে ভারত ভাগের জন্য জিন্নাহর মুসলিম লীগ দল দায়ী। রাহুলের মতে এই দল একটি ধর্মনিরপেক্ষ দল। ওয়ানাডে নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখতে এমনটা বলা তাঁর বাধ্যতামূলক।

Related Articles

Back to top button
error: