টিডিএন বাংলা ডেস্কঃ ২৮ সেপ্টেম্বর পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অভিযোগ করেছিলেন যে পুলওয়ামার ট্রায়াল শহরে সেনাকর্মীরা একটি পরিবারকে মারধর করেছে এবং একজন মহিলা সদস্যকে আহত করেছে। তিনি জানান, আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এরপর ২৯ সেপ্টেম্বর দাবি করেন যে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় যাওয়ার পরিকল্পনা করায় তাকে আবার গৃহবন্দী করা হয়েছে। মেহবুবার ট্যুইট করেন, “ট্রায়ালের ক্যাম্পের সেনারা বাড়িঘর ভাঙচুর করে এবং গতরাতে একটি পরিবারকে নির্মমভাবে মারধর করে। গুরুতর আঘাতের কারণে মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই প্রথমবারের মতো নয় যে এই গ্রামের নাগরিকরা এই এলাকার সেনাবাহিনীর হাতে মার খেয়েছেন।” অপর এক ট্যুইট বার্তায় তিনি বলেন, “সেনাবাহিনী কর্তৃক ভাঙচুরের অভিযোগে ট্রায়াল গ্রামে যাওয়ার চেষ্টা করার জন্য আজ আবার আমি গৃহবন্দি। কাশ্মীরের এটাই বাস্তব চিত্র।” পিডিপি প্রধান একটি নিরাপত্তা বাহিনীর গাড়ির একটি ছবিও পোস্ট করে অভিযোগ করেছেন যে, গুপকার রোডে তার বাসার প্রধান ফটক আটকে রেখেছে। উল্লেখ্য যে, কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে বহুবার কাশ্মীরের প্রাক্তণ মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি, ওমর আব্দুল্লাহ সহ বহু রাজনৈতিক নেতৃবৃন্দকে জেলবন্দী অথবা গৃহবন্দি করা হয়।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024