HighlightNewsদেশ

গুলাম নবি আজাদকে আমি শ্রদ্ধা করি, তিনি কখনও অপশব্দ ব্যবহার করেননি; রাজ্যসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

টিডিএন বাংলা ডেস্ক: এ যেন এক অভাবনীয় ঘটনা। রাজ্যসভায় নিজের বক্তব্য পেশ করতে গিয়ে বড়িষ্ঠ কংগ্রেস নেতা গোলাম নবী আজাদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভায় এদিন প্রধানমন্ত্রী বলেন, এই বড়িষ্ঠ কংগ্রেস নেতা সবসময় সৌজন্য বজায় রেখে কথা বলেছেন কখনো অপ শব্দ ব্যবহার করেননি। এ প্রসঙ্গে রাজ্য সভায় উপস্থিত সাংসদদের কংগ্রেসের এই বড়িষ্ঠ নেতার কাছ থেকে এই বিষয়টি শেখার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি বলেন, গুলাম নবী আজাদের জন্য তাঁর মনে গভীর শ্রদ্ধা রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,”তিনি জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত নির্বাচনের প্রশংসা করেছেন … আমি বিশ্বাস করি যে আপনার পার্টি সঠিক মনোভাব নিয়ে এটি গ্রহণ করবে, এবং জি -২৩ এর পরামর্শ শুনে বিপরীত কাজ করার ভুল করবেন না”।

প্রসঙ্গত, জি-২৩ বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই ২৩ জনপ্রবীণ নেতা উল্লেখ করেন যারা অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে চিঠি লিখে “ব্যাপক পরিবর্তন”-এর জন্য আবেদন জানিয়েছেন। গুলাম নবি আজাদ সহ এই তালিকায় রয়েছেন শশী থারুর, মণীশ তেওয়ারি, ভূপিন্দর সিং হুডা, মারপাদি বীরপ্পা মইলি, পৃথ্বীরাজ চৌহান, কপিল সিবাল, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্যরা।

উল্লেখ্য, গুলাম নবি আজাদের রাজ্যসভার সংসদ হিসেবে সময়সীমা ফেব্রুয়ারি মাসে শেষ হতে চলেছে। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারম্যান হিসাবে সনিয়া গান্ধী বিধানসভায় কংগ্রেসের পরবর্তী নেতার নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে, সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন বড়িষ্ঠ কংগ্রেস নেতা আনন্দ শর্মা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরা জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খড়্গ। এ ছাড়াও এই তালিকায় যুক্ত হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের প্রাক্তন প্রহরী দিগ্বিজয় সিং।

 

 

Related Articles

Back to top button
error: