টিডিএন বাংলা ডেস্কঃ ২৩-২৪ অক্টোবর অর্থাৎ আজ ও কাল দুই দিন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর এর কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ সম্মেলনের একদিন আগে অর্থাৎ গত কাল এপিডিআরকে জানায় এই সম্মেলনের অনুমতি নেই। এর পিছনে শাসক দলের ষড়যন্ত্রের গন্ধ পাছেন এপিডিআর নেতৃত্ব। এপিডিআর বিবৃতি দিয়ে বলে, “এতদিন তারা কিছু জানায়নি, সম্মেলনের ঠিক একদিন আগে তারা তাদের নিষেধাজ্ঞার কথা বলে। যে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল তার কর্তৃপক্ষের লিখিত অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ অনড় থেকেছে।” তারা আরও জানায়, “এপিডিআর এর কেন্দ্রীয় সম্মেলন যেভাবে অত্যন্ত ষড়যন্ত্রমূলক কায়দায় বাতিল করতে বাধ্য করল রাজনৈতিক পুলিশ-প্রশাসন আমরা সেই ষড়যন্ত্রের তীব্র নিন্দা করছি। এই পুলিশই আবার শাসক দলের কর্মসূচি পালনে ‘প্রয়োজনীয় কাগজপত্র’ দাবি করে না।” পাশাপাশি এপিডিআর রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলে, “করোনা মোকাবিলায় এখনো রাজ্য সরকারের তরফে অযৌক্তিক পদক্ষেপ ও বিধি নিষেধের বলি হচ্ছে নাগরিকদের স্বাভাবিক অধিকারগুলি, এপিডিআর-এর সম্মেলন পন্ড করা তারই একটি ঘটনা। রাজ্য সরকার ও তার ছোট-বড় কর্মকর্তারা এই অগণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করতে চায়। এপিডিআর এ ধরনের অপচেষ্টা এবং অসচ্ছ প্রশাসনিক আচরণ ও কাজকর্মের সাধ্যমত বিরোধিতা করছে এবং করে যাবে।” গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর-এর এই সম্মেলন প্রশাসন অন্যায় ভাবে বন্ধ করে দেয়ায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তি সহমর্মিতা জানিয়েছিলেন। এপিডিআর খুব দ্রুত সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে।