টিডিএন বাংলা ডেস্ক: কর্ণাটকের নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে রাহুল গান্ধী আজ দুটি জনসভায় ভাষণ দেন। বেলাগাভিতে প্রথম জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল সন্ত্রাসবাদ নিয়ে কথা বলেন। তিনি বলেন, সন্ত্রাসবাদকে আমার চেয়ে ভালো কেউ বোঝে না।
ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের কথা স্মরণ করে রাহুল বলেন, সন্ত্রাসীরা আমার পরিবারের অনেক মানুষকে হত্যা করেছে। এই অবস্থায় আমি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি বুঝি সন্ত্রাসবাদ কাকে বলে এবং কী করে। বেলাগাভির পর চিকোডিতে জনসভায় ভাষণ দেন রাহুল।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেছিলেন, এই দল সন্ত্রাসীদের সমর্থন করে। যার জবাবে আজ রাহুল বলেন, আমাদের প্রধানমন্ত্রী সন্ত্রাস নিয়ে কথা বলেন, আমি তার চেয়ে সন্ত্রাসবাদ ভালো বুঝি। সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের হত্যা করেছে, আমার দিদাকে হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করেছে। আমি বুঝতে পারি সন্ত্রাস কী এবং প্রধানমন্ত্রীর চেয়ে অনেক বেশি ভালো করে জানি এরা কি করতে পারে।