সম্পর্ককে মর্যাদা দিতে চাই’ বান্ধবী বৈশাখীর নামে নিজের সমস্ত সম্পত্তি লিখে দিলেন শোভন

ছবি সৌজন্যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: বঙ্গ রাজনীতিতে বৈশাখী-শোভনের বন্ধুত্বের কাহিনী কোনো নতুন বিষয় নয়। তবে নিজেদের এই সম্পর্ককে সম্মান জানাতে এবার নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি বান্ধবী বৈশাখীর নামে করে দিয়ে এক নতুন নজির গড়লেন শোভন। অন্যদিকে, ফেসবুক প্রোফাইলে নিজের নামের সঙ্গে শোভনের নাম জুড়ে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে এবার থেকে তাঁর নতুন নাম ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’।

শোভন চট্টোপাধ্যায়ের দাবি দুঃসময়ে পাশে থাকা বান্ধবী বৈশাখের সঙ্গে তার সম্পর্ক কে সম্মান দিতে এত বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি উইল করে, পাওয়ার অ্যাটর্নি দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এদিকে শোভন যখন নিজের সম্পত্তি বৈশাখীকে দান করার কথা ঘোষণা করছেন সেই সময় শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিশ দিয়ে সাত দিনের মধ্যে গোলপার্কের ফ্ল্যাট খালি করে দিতে বললেন শোভন-শ্যালক। শোভন-শ্যালক দাবি করেছেন, টেনেন্সি অ্যাক্টে অনুযায়ী কোনও চুক্তি না থাকায় ওই ফ্ল্যাট বেআইনিভাবে দখল করে রেখেছেন শোভন চট্টোপাধ্যায়। যদিও সেই দাবি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন শোভন চট্টোপাধ্যায়। শোভনের সাফ জবাব তার কাছে প্রমাণ্য নথি রয়েছে সময় মতন আদালতে জমা দেবেন তিনি।