HighlightNewsদেশ

“আমি রাজনীতি ছাড়তে চাই,গান্ধীর আমলে রাজনীতি ছিল উন্নয়নের, এখন উদ্দেশ্য শুধুই ক্ষমতা” বললেন নীতিন গড়করি

টিডিএন বাংলা ডেস্ক: বর্তমান রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। শনিবার একটি অনুষ্ঠান চলাকালীন, নীতিন গড়করি বলেন, কখনও কখনও আমি কেবল রাজনীতি ছেড়ে দিতে চাই। রাজনীতি ছাড়া সমাজে আরও কিছু কাজ করা যায়। গড়করি আরও বলেন, মহাত্মা গান্ধীর সময় এবং আজকের রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। বাপুর সময়ে রাজনীতি ছিল দেশ, সমাজ ও উন্নয়নের জন্য, কিন্তু এখন রাজনীতি শুধু ক্ষমতার জন্য। তিনি বলেন, রাজনীতি বলতে কী বোঝায় তা আমাদের বুঝতে হবে। এটা কি সমাজ, দেশের কল্যাণের জন্য নাকি সরকারে থাকার জন্য?

নীতিন গড়করি ওই অনুষ্ঠানে আরও বলেন, গান্ধীর যুগ থেকেই রাজনীতি সামাজিক আন্দোলনের একটি অংশ। সে সময় রাজনীতিকে দেশের উন্নয়নে ব্যবহার করা হতো। আজকের রাজনীতির স্তরের দিকে তাকালে দেখা যায় উদ্বেগ। আজকের রাজনীতি সম্পূর্ণ ক্ষমতাকেন্দ্রিক। আমি বিশ্বাস করি রাজনীতি আর্থ-সামাজিক সংস্কারের একটি প্রকৃত হাতিয়ার। তাই নেতাদের উচিত সমাজে শিক্ষা, শিল্প ইত্যাদির উন্নয়নে কাজ করা। প্রয়াত সমাজতান্ত্রিক রাজনীতিবিদ জর্জ ফার্নান্দেজের সরল জীবনযাপনের জন্য প্রশংসা করে গড়করি আরও বলেন, আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি কারণ তিনি কখনই ক্ষমতার ক্ষুধাকে পাত্তা দেননি। তিনি আরো বলেন, লোকেরা যখন আমার জন্য বিশাল ফুলের তোড়া নিয়ে আসে বা পোস্টার লাগায় তখন আমি তা ঘৃণা করি।

প্রসঙ্গত, সমাজকর্মী গিরিশ গান্ধীকে সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানে এই মতব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। প্রাক্তন এমএলসি গিরিশ গান্ধী আগে এনসিপিতে ছিলেন, তবে, ২০১৪ সালে তিনি দল ছেড়ে দেন। গডকরি বলেন, গিরিশ ভাই যখন রাজনীতিতে ছিলেন, আমি তাকে নিরুৎসাহিত করতাম কারণ আমিও মাঝে মাঝে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবি। রাজনীতির পাশাপাশি জীবনে অনেক কিছু আছে যা করার যোগ্য।

Related Articles

Back to top button
error: